
অভয় কি ? আমাদের উদ্দেlশ্য ও
লক্ষ সম্পর্কে জানুন
”অভয়” একধরনের ওয়েবসাইট বিল্ডার । অভয় দিয়ে যে কোন ধরনের ইকমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, ব্যক্তিগত ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট ইত্যাদি খুব সহজে তৈরি করা য়ায় ।
অভয় সকল আধুনিক ও উন্নত ব্যবসায়ী মনা মানুষদের জন্য, যারা যুগের সাথে তালমিয়ে ব্যবসা করে , নতুন উদ্যোগক্তা, নতুন প্রজন্মের ব্যবসায়ী এবং যারা অনলাইন ব্যবসায় নিজেদের কেরিয়ার গড়তে চান তাদের জন্য সহজ, স্বল্পমূল্যে একটি অত্যাধুনিক যুগপোযোগী সেবা । আমারা বিশ্বাস করি যে আমাদের এ সেবাটি সকল ব্যবসায়ীকে এগিয়ে যেতে সহযোগীতা করবে ।
দিন বদলের এ বেলায়, আমারা আছি আপনার পাশে । অনলাইন ব্যবসার সকল সমাধান নিয়ে
আমাদের মূল লক্ষ্য অনলাইন ব্যবসা তথা ই-কমার্স কে আরো সহজ, লাভজন, সাশ্রয়ী এবং সিকিউর করা ।
আমরা সন্মানিত ব্যবসায়ী গুণিজন, নতুন উদ্যেক্তা এবং শিক্ষার্থীদের জন্য তৈরি করেছি
যেখান থেকে অনলাইন ব্যবসার কারিগরি দক্ষতা, মানসিক দক্ষতা এবং অনলাইন ব্যবসার সবরকম কলা-কৌশন জানতে পারবেন এবং ব্যবসায় প্রয়োগ করতে পারবে।
গ্রাহক লাভবান হলেই আমাদের স্বার্থকতা
আমরা সর্বদাই সহযোগীতা করে যাবো, যাতে একজন ব্যবসায়ি বা উদ্দ্যোক্তাদের স্ব-যত্নে গড়ে তোলা অনলাইন ব্যবসা খুব সুন্দর ভাবে সহজে পরিচালোনা করতে পারে এবং ব্যাবসায় নিয়ে আসতে পারে সমৃদ্ধি। আমরা জানি-
“ব্যবসায় সমৃদ্ধি মানেই জীবনে সমৃদ্ধি” এবং একজন ব্যাবসায়ীর কাছে তার সফলতা হচ্ছে “ব্যবসায় সমৃদ্ধি”
অনলাইনে সেবা প্রদান এবং গ্রহেণের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন হয়েছে সহজ ও উন্নত। তারেই ধারাবাহিকতায় সামান্যতম অবদান রাখতে পারায় আমরা অভয় পরিবার গর্বিত । আমাদের উদ্দেশ্য অনলাইন ব্যবসাকে আরো সহজতর এবং লাভজনক করা, যুগের সাথে সাথে নতুন নতুন আপডেট যুক্ত করে অনলাইন ব্যবসায়ীদের ব্যবসাকে আরো গতিময় ও সহজ করা এবং সুস্থ ই-কমার্স এর প্রসার ঘটানো ।