অনলাইনে ব্যবসা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি সহজ ও নির্ভযোগ্য এবং লাভজনক ব্যবসা মাধ্যম । অনলাইনে ব্যবসা করে খুব কম সময়ে এবং অল্প খরচে ব্যবসার প্রসার এবং বিক্রয় বাড়ানো যায়। ফলে ব্যবসা হয় লাভজনক । এখন আমরা স্টেপ বাই স্টেপ অনলাইনে ব্যবসা শুরু করার পদ্ধতি নিয়ে অলোচানা করব ।
অনলাইনে ব্যবসা শুরুর ধাপসমুহ
- ডোমেন রেজিট্রেশন
- ভাল মানের হোস্টিং
- ইকমার্স ওয়েবসাইট ডিজাইন
- অনপেজ এস ই ও (On page SEO)
- সোশাল মিডিয়া বিজনেস পেজ ও ব্লগ পেজ তৈরি
- এস ই ও ফ্রেন্ডলীভাবে প্রোডাক্ট আপলোড এবং শেয়ার
- আর্টিকেল পোস্ট এবং শেয়ার
- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) / ডিজিটাল মার্কেটিং

ডোমেন নাম রেজিট্রেশনঃ
অনলাইনে ব্যবসা শুরু করতে প্রথমে যে কাজটি করতে হবে তা হচেছ, আপনার ব্যবসার নাম অনুসারে একটি ডোমেন নাম রেজিট্রেশন। ডোমেন নাম নির্বাচন করতে অবশ্যই নিয়ম মেনে ডোমেন নাম নির্বাচন করবেন । স্বাধারনত ব্যবসার নাম ছোট হলে সম্পূর্ণ নাম অথবা নামের শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিয়ে ডোমেন নাম রেজিট্রেশন করতে পারবেন।
এছাড়াও অরো অনেক বিষয় রয়েছে ডোমেন নাম নির্বাচন করার জন্য । এ বিষয়ে বিস্তারিত জানতে পড়ৃন
ব্যবসার জন্য ডোমেন নাম নির্বাচন পদ্ধতি
ডোমেন রেজিট্রেশন অবশ্যই ভাল, বিস্বস্থ্য প্রতিষ্ঠান থেকে রেজিট্রশন করবেন । এবং সহজেই যেন নবায়ন করতে পারেন তেমন প্রতিষ্ঠান থেকে ডোমেন রেজিট্রেশন করবেন ।
হোস্টিং
ডোমেন রেজিট্রেশন করার পর ভাল মানের হোস্টিং নিতে হবে । ভাল মানের কারন, আপনার ইকমার্স ওয়েবসাইট টি যেন কখনো ডাউন না দেখায় । কাস্টমার যখন আপনার ওয়েবসাইট ভিজিট করবেন তখন যে খুব সহজেই সেটি ব্রাউজ করতে পারেন । ইকমার্স ওয়েবসাইট টি যে হ্যাক না হয় এজন্য অবশ্যই ভাল মানের হোস্টিং নিতে হবে ।
ইকমার্স ওয়েবসাইট
দ্বিতীয় ধাপে যেটি দরকার তা হচ্ছে একটি রেস্পনসিভ, ইউজার ফ্রেন্ডলী এবং দৃষ্ঠিনন্দন ইকমার্স ওয়েবসাইট। ইকমার্স ওয়েবসাইট টি অবশ্যই সুন্দর হতে হবে । আপনার টার্গেট কাস্টমার এর জন্য ইকমার্স ওয়েবসাইট টি বাংলা ভাল হয় নাকি ইংরেজি ভাল হয় সে অনুপাতে কাজ করতে হবে ।
উপরের তিনটি একসঙ্গে পাবেন । ডোমেন, ইকমার্স ওয়েবসাইট হোস্টিং- আনলিমিটেড প্রোডাক্ট স্টোরেজ, আনলিমিটেড ভিজিটর ঘুরে দেখুন

অনপেজ এস ই ও (On page SEO)
আপনার ইকমার্স ওয়েবসাইট এ অনপেজ এস ই ও (On page SEO) এর কাজ করতে হবে ।
সোশাল মিডিয়া বিজনেস পেজ ও ব্লগ পেজ তৈরি
সোশাল মিডিয়াগুলোতে এবং ব্লগ সাইটগুলোতে আপনার বিজনেজ পেজ তৈরি করতে হবে । নিতে সাইটগুলোতে অবশ্যই তৈরি কতে হবে । পেজগুলো অবশ্যই সুন্দর ভাবে সাজিয়ে নিতে হবে ।
এস ই ও ফ্রেন্ডলীভাবে প্রোডাক্ট আপলোড এবং শেয়ার
অনলাইনে ব্যবসা শুরু উপরের ধাপগুলো শেষ হলে প্রোডাক্ট আপলোড শুরু করতে হবে । প্রতিদিন ধারাবাহিকভাবে প্রোডাক্ট আপলোড হবে এবং তা উপরের বিজনেজ পেজগুলোতে শেয়ার কতে হবে । অবশ্যই এস ই ও ফেন্ডলীভাবে প্রোডকাট আপলোড এবং শেয়ার কতে হবে ।
আর্টিকেল পোস্ট এবং শেয়ার
ওয়েবসইট এর ব্লগ এ আর্টিকেল পোস্ট করবেন। মনে রাখবেন যে ধরনের আর্টিকেল আপনার কাস্টমার ঘুগলে বা যে কোন সার্চ ইঞ্জিন এ খোজেন সেই রকম আর্টকেল পোস্ট করবেন । এবং তা বিজনেস পেজগুলোতে শেয়ার দিবেন।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) / ডিজিটাল মার্কেটিং
ইকমার্স ওয়েবসাইট এর এস ই করতে হবে । এস ই ও নিয়মিত ভাবে চলতে থাকবে ৩ মাস । এর ফলে আপনার ওয়েবসাইট টি আপনার কমপিটিটর ব্যবসাকে পিছনে ফেলে গুলগল সার্চ এ প্রথম ১ – ১০ এর মধ্যে আসবে ।