অনলাইন ব্যবসা বলতে সাধারন ভাষায়, ইন্টারনেট এর মাধ্যমে কোন সেবা বা পণ্য সেবা বিক্রয় করাকে অনলাইন ব্যবসা বলে । আরো সহজ ভাবে বলা যায়, আপনার আশেপাশে যে ব্যবসাগুলো দেখতে পান যেমনঃ পোষাক ব্যবসা, মুদি ব্যবসা, লাইটিং ব্যবসা,মোবাইল ব্যবসা, ইলেকট্রনিক্স পণ্য, গিফ্ট ব্যবসা, জুয়েলারী ব্যবসা, ফলের ব্যবসা, ফুলের ব্যবসা, বই এর ব্যবসা, ইত্যাদি। এই ব্যবসাগুলো যদি ইন্টারনেট এর মাধ্যমে করা হয়, তাহলেই তাকে অনলাইন ব্যবসা বলা যায়। প্রযুক্তি আপডেট হওয়ার কারনে যে কোন পণ্যই অনলাইনে বিক্রয় করা সম্ভব হয়েছে ।
ইন্টারনেট এর মাধ্যমে বেচা-কেনা আমাদের দেশে এখন অনেক জনপ্রিয় । ঘরে বসে অনলাইনের মাধ্যমে কয়েকটি ক্লিক করে মানুষ তার প্রয়োজনীয় পণ্যটির অর্ডার করতে পাচ্ছে। নিদৃষ্ঠ সময়ে পণ্য পেয়ে যাচ্ছে নিজের ঠিকানায় একদম হাতে ।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে অনলাইন ব্যবসা খুব জনপ্রিয়। নতুন উদ্যেগক্তাগণের কাছে সহজও সুবিধাজনক ব্যবসা। আপনার বর্তমান ব্যবসাটি এখনি অনলাইন করতে পারবেন।এছাড়াও কোন প্রকার দোকান, অফিস এর জায়গা ছাড়াই এই ব্যবসা শুরু করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন
অনলাইন ব্যবসার প্রধান পুজি হচ্ছে, মানসম্মত পণ্য এবং উন্নত গ্রাহক সেবা ।
অনলাইন ব্যাবসা লাভজনক, সুবিধাজনক ও সহজ হওয়ায় সকল ব্যবসায়ীগণ তাদের ব্যবসা অনলাইন এবং অফলাইন দুইভাবে করে ফেলেছে।
নতুন নতুন উদ্যোক্তাগণ নতুন নতুন পণ্য নিয়ে ফেসবুক এর মাধ্যমে তাদের অনলাইন ব্যবসা শুরু করেছেন।
অনলাইন ব্যবসার সুবিধাসমুহঃ
- ২৪ ঘন্টা ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে
- ২৪ ঘন্ট বিক্রয় সুবিধা
- ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন অর্ডার গ্রহণ সুবিধা
- সারা দেশে বিক্রয় সুবিধা
- নিজের সুবিধামত সময় এ অর্ডার দেখে নিতে পারবেন । অথবা একজন দক্ষ কর্মী দ্বারা পরিচালিত করতে পারবেন ।
- জ সুবিধাজনক ও লাভজনক
- মোবাইল, ট্যাব, ল্যাপটপ দিয়ে সহজে পরিচালনা করতে পারবেন
- প্রতিটি অর্ডার বিস্তারিত মোবাইল এর মাধ্যমে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে সময়ি নিয়ে অর্ডার ডেলিভারী করতে পারবেন।
কি কি প্রয়োজন
অনলাইন ব্যবসার প্রধান হাতিয়ারঃ
প্রধান হাতিয়ার হচ্ছে, একটি সুন্দর, দৃষ্ঠিনন্দন, ইউজার ফ্রেন্ডলী এবং এস , ই, ও ফ্রেন্ডলী অদর্শ ই-কমার্স ওয়েবসাইট। অনলাইন ব্যবসার প্রধান শর্ত্য আপনার একটি ই-কমার্স ওয়েব সাইট থাকতে হবে । অথবা ফেসবুক পেজ এর মাধ্যমে শুরু করতে পারবেন । তবে অবশ্যই মনে রাখতে হবে অনলাইন ব্যবসার জন্য অবশ্যই একটি ই-কমার্স ওয়েবসাইট থাকতেই হবে ।
ই-কমার্স ওয়েবসাইট কিঃ
যেকোন পণ্য বিক্রি করতে যেমন দোকান বা শোরুম প্রয়োজন হয়, তেমনি ইকমার্স ওয়েবসাইট হচ্ছে একটি দোকান । অনলাইনে কোন কিছু বিক্রয় করতে হলে , ইকমার্স ওয়েবসাইট বা অনলাইন দোকান লাগবে । এই ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে আপনার অনলাইন দোকান । যেখানে আপনি আপনার পণ্য সমগ্রী সাজানো-গোছালো ভাবে রাখবেন। যেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য দ্রব্য পছন্দ করে অর্ডার করতে পারবে । এবং আপনি তা মোবাইল এ মেসেজ / ইমেইল এর মাধ্যমে জানতে পারবেন । আপনার ই-কমার্স ওয়েসাইট এর মাধ্যমে ব্যবসার সকল কায্যক্রম পরিবচালনা করতে পারবেন।
ইকমার্স সফটওয়ার হওয়ার কারনে, কোন রকম ঝামেলা ছাড়াই সুন্দরভাবে অনলাইন ব্যবসা করা যায়। নতুন প্রজম্নের কাছে ইকমার্স বা অনলাইন ব্যবসা খুবেই জনপ্রিয়। তরুন উদ্যোগক্তাগণ নতুন নতুন পণ্য নিয়ে অনলাইন ব্যবসা শুরু করছেন এবং এগিয়ে যাচ্ছেন।
অন্যান্য প্রয়োজনীয় জিনিস
- একটি ডোমেন নাম এবং সিকিউর ফাস্ট হোস্টিং । এসবগুলো একসঙ্গে নিতে পারবেন
- একটি জিমেইল একাউন্ট
- প্রোডাক্ট এর ছবি তোলার জন্য মোবাইল বা ক্যামেরা
- ডেস্কটব/ ল্যাপটপ/ ট্যাব/ মোবাইল যেকান একটি হলেই হবে
- ছবি ইডিট সম্পর্কে ধারনা
- অনলাইন মার্কেটিং এর কাজ করে এমন ভাল এজেন্সি এর সাথে পরিচয়, অথবা অনলাইন মার্কেটিং সম্পর্কে সাধারন জ্ঞান।
- ভাল সেবা প্রদানকারী কুরিয়ার সার্ভিস এবং পার্সেল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয়
- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি ব্যাংক একাউন্ট
মাত্র ১ ঘন্টায় শুরু করুন নিজের অনলাইন ব্যবসা বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন