অনলাইন ব্যবসা কি?

অনলাইন ব্যবসা কি ? অনলাইন ব্যবসা একটি মজার এবং সহজ বিষয় । অনলাইন ব্যবসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই । দিন দিন অনলাইন ব্যবসা খুব জনপ্রিয় হওয়ায় মানুষ তার অফলাইন ব্যবসাকেও অনলাইন করে ফেলছে । কেউ কেউ অফলাইন এবং অনলাইন দুইভাবে বিক্রয় করছে।

অনলাইন ব্যবসা হচ্চে এক ধরনে ব্যবসা পদ্ধতি । এ পদ্ধতিতে গোটা পৃথিবীতে ব্যবসা করতে পারবেন । এটি একটি আধুনিক, যুগোপযোগী ব্যবসা পদ্ধতি এবং লাভজনক। অল্প জনবলে অধিক কাজ করা যায় । সময় বাচে, ব্যবসার হিসাব-নিকাশ স্বচ্ছ থাকে। অনেক বড় বাজার ।

এবার একবারে সহজভাবে বিষয়টা জানা যাক – ধরুন আপনি বর্তমানে কাপড় ব্যবসা করেন । আপনার ব্যবসা পাইকারী বা খুচরা হতে পারে । ব্যবসা করতে আপনার একটি শোরুম বা দোকান রয়েছে। এছাড়াও আপনার ওয়ারহাউজ বা গোডাউন থাকতে পারে। আপনি সরাসরি শোরুম বা দোকান থেকে বিক্রয় করছেন । শোরুমে কাস্টমার এসে দেখে পছন্দ করছে। দেশের বিভিন্ন পরিচিত খুচরা ও পাইকারী ব্যবসায়ীর কাছে বিক্রয় করছেন। কুড়িয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছেন । ব্যাংক এর মাধ্যমে টাকা গ্রহন করছেন, ইত্যাদি । আপনাকে ব্যববসায় এসব কাজ করতে হয় ।

অনলাইন ব্যবসাতেও আপনার একটি শোরুম বা দোকান লাগবে । আর এই অনলাইন দোকান বা শোরুম হচ্ছে একটি ওয়েবসাইট যাকে ইকমার্স ওয়েবসাইট বলে। এই ওয়েবসাইট এ ব্যবসার জন্য সকল প্রয়োজনীয় অপশন থাকে। অনলাইন ব্যবসাতেও আপনাকে পণ্য মানুষকে দেখাতে হবে । তখন মানুষ দেখবে কোথায় ? হ্যা আপনার ওয়েব সাইট থেকে । আপনার ওয়েবসাইট টি হচ্চে আপনার অনলাইন শোরুম বা দোকান । আপনার ওয়েবসাইট এ আপনার সব প্রোডাক্ট সুন্দরভাবে সাজানো থাকবে । সেখান থেকে মানুষ দেখতে পারবে এবং তাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবে । অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনি ইমেইল মাধ্যমে জানতে পারবেন । অর্ডার চেকিং এর মাধ্যমে জানতে পারবেন ।

তাহলে মূল কথা দাড়ায় , আপনি যে ব্যবসাই করুন না কেন। ব্যবসা বসাই থাকছে , শুধু ব্যবসা পদ্ধীত এবং দোকান এর বদলে ইকমার্স ওয়েবসাইট ব্যবহার হচ্ছে । ইকমার্স প্রযুক্তির মাধ্যমে আরো সহজ ও লাভজন ভাবে ব্যবসা করা যাচ্ছে । অফলাইন অনলাইন ব্যবসার মধ্যে কিছু পার্থক্য দেখলে বঝা যাবে অনলাইন ব্যবসার লাভজনক দিকগুলো ।

অনলাইন ও অফলাইন ব্যবসার পার্থক্যঃ

অফলাইন ব্যবসাঅনলাইন ব্যবসা
নিদৃষ্ঠ্য এরিয়া এবং পরিচিত কাস্টমারসারা পৃথিবী, গোটা দেশ
ধরা-বাধা টাইম এর মধ্যে বিক্রয়দিনি -রাত ২৪ ঘন্টা বিক্রয়
একই সময়ে নিদৃষ্ঠ সংখ্যক কাস্টমারের জায়গাআনলিমিটেড কাস্টমার দেখার সুবিধা
গ্রাহকরা ইচ্ছামত প্রোডাক্ট দেখতে পারে নাইচ্ছামত প্রোডাক্ট দেখার সুবিধা
গ্রাহকের সঙ্গে অনেক কথা বলতে হয় কোন কথাই বলতে হয় না (প্রয়োজন ছাড়)

এছাড়ও আরো অনেক বিষয় জানতে পারবেন অনলাইন ব্যবসা সম্পর্কে । শুধু মাত্র গুগল সার্চ করুন ।

Leave a Reply