অনলাইন ব্যবসা কি ? অনলাইন ব্যবসা একটি মজার এবং সহজ বিষয় । অনলাইন ব্যবসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই । দিন দিন অনলাইন ব্যবসা খুব জনপ্রিয় হওয়ায় মানুষ তার অফলাইন ব্যবসাকেও অনলাইন করে ফেলছে । কেউ কেউ অফলাইন এবং অনলাইন দুইভাবে বিক্রয় করছে।
অনলাইন ব্যবসা হচ্চে এক ধরনে ব্যবসা পদ্ধতি । এ পদ্ধতিতে গোটা পৃথিবীতে ব্যবসা করতে পারবেন । এটি একটি আধুনিক, যুগোপযোগী ব্যবসা পদ্ধতি এবং লাভজনক। অল্প জনবলে অধিক কাজ করা যায় । সময় বাচে, ব্যবসার হিসাব-নিকাশ স্বচ্ছ থাকে। অনেক বড় বাজার ।
এবার একবারে সহজভাবে বিষয়টা জানা যাক – ধরুন আপনি বর্তমানে কাপড় ব্যবসা করেন । আপনার ব্যবসা পাইকারী বা খুচরা হতে পারে । ব্যবসা করতে আপনার একটি শোরুম বা দোকান রয়েছে। এছাড়াও আপনার ওয়ারহাউজ বা গোডাউন থাকতে পারে। আপনি সরাসরি শোরুম বা দোকান থেকে বিক্রয় করছেন । শোরুমে কাস্টমার এসে দেখে পছন্দ করছে। দেশের বিভিন্ন পরিচিত খুচরা ও পাইকারী ব্যবসায়ীর কাছে বিক্রয় করছেন। কুড়িয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছেন । ব্যাংক এর মাধ্যমে টাকা গ্রহন করছেন, ইত্যাদি । আপনাকে ব্যববসায় এসব কাজ করতে হয় ।
অনলাইন ব্যবসাতেও আপনার একটি শোরুম বা দোকান লাগবে । আর এই অনলাইন দোকান বা শোরুম হচ্ছে একটি ওয়েবসাইট যাকে ইকমার্স ওয়েবসাইট বলে। এই ওয়েবসাইট এ ব্যবসার জন্য সকল প্রয়োজনীয় অপশন থাকে। অনলাইন ব্যবসাতেও আপনাকে পণ্য মানুষকে দেখাতে হবে । তখন মানুষ দেখবে কোথায় ? হ্যা আপনার ওয়েব সাইট থেকে । আপনার ওয়েবসাইট টি হচ্চে আপনার অনলাইন শোরুম বা দোকান । আপনার ওয়েবসাইট এ আপনার সব প্রোডাক্ট সুন্দরভাবে সাজানো থাকবে । সেখান থেকে মানুষ দেখতে পারবে এবং তাদের পছন্দের প্রোডাক্ট অর্ডার করতে পারবে । অর্ডার করার সঙ্গে সঙ্গে আপনি ইমেইল মাধ্যমে জানতে পারবেন । অর্ডার চেকিং এর মাধ্যমে জানতে পারবেন ।
তাহলে মূল কথা দাড়ায় , আপনি যে ব্যবসাই করুন না কেন। ব্যবসা বসাই থাকছে , শুধু ব্যবসা পদ্ধীত এবং দোকান এর বদলে ইকমার্স ওয়েবসাইট ব্যবহার হচ্ছে । ইকমার্স প্রযুক্তির মাধ্যমে আরো সহজ ও লাভজন ভাবে ব্যবসা করা যাচ্ছে । অফলাইন অনলাইন ব্যবসার মধ্যে কিছু পার্থক্য দেখলে বঝা যাবে অনলাইন ব্যবসার লাভজনক দিকগুলো ।
অনলাইন ও অফলাইন ব্যবসার পার্থক্যঃ
অফলাইন ব্যবসা | অনলাইন ব্যবসা |
নিদৃষ্ঠ্য এরিয়া এবং পরিচিত কাস্টমার | সারা পৃথিবী, গোটা দেশ |
ধরা-বাধা টাইম এর মধ্যে বিক্রয় | দিনি -রাত ২৪ ঘন্টা বিক্রয় |
একই সময়ে নিদৃষ্ঠ সংখ্যক কাস্টমারের জায়গা | আনলিমিটেড কাস্টমার দেখার সুবিধা |
গ্রাহকরা ইচ্ছামত প্রোডাক্ট দেখতে পারে না | ইচ্ছামত প্রোডাক্ট দেখার সুবিধা |
গ্রাহকের সঙ্গে অনেক কথা বলতে হয় | কোন কথাই বলতে হয় না (প্রয়োজন ছাড়) |
এছাড়ও আরো অনেক বিষয় জানতে পারবেন অনলাইন ব্যবসা সম্পর্কে । শুধু মাত্র গুগল সার্চ করুন ।