প্রথমে ড্যাসবোর্ড এ লগইন করে নিবেন । এর পর বাম পাশে থাকা ম্যানুতে Orders এর উপরে মাউস ধরলে সাবমেনু Orders এ ক্লি করুন। নিচে ছবির ন্যয় অর্ডার তালিকা আসবে।

- Order : এখানে অর্ডার নং এবং নাম (Order)
- Date : অর্ডার এর তারিখ এবং কতক্ষন আগে অর্ডার করেছে তা জানতে পারবেন ।
- Status : অর্ডার টি কি অবস্থায় রয়েছে তা জানা যাবে । যেমন , On hold, Processing, Completed .
- Billing : যে ঠিকানা থেকে অর্ডারটি করা হয়েছে সেই ঠিকানা দেখাতে পাবেন
- Total : সর্বমোট কত টাকার অর্ডার তা জানা যাবে
- Actions : একশনস এর অনেক কাজ, অর্ডারের স্টাটাস পবিবর্তন করা যাবে । সরাসরি টিক চিহ্ন বাটনে ক্লিক করে অর্ডার Completed করে দেওয়া যাবে। পাশে থাকা আরো দুটি অপশন হচ্ছে, একটি প্যাকিং স্লিপ প্রিন্ট এবং পিডিএফ(PDF) Invoice.
- Nagod No: নগদ, বিকাশ এবং রকেট দিয়ে অর্ডার করলে এখানে সেই মোবাইল নম্বরটি দেখতে পাবেন
- Tran. ID. : এখানে নগদ, বিকাশ এবং রকেট দিয়ে টাকা প্রদানের Transaction এর নম্বর । এখানে মোবাইল নম্বর এবং Transaction ID মিলিয়ে পেমেন্ট ভেরিফাই করতে হবে ।
- Is POS : যে বিক্রয় গুলো পয়েন্ট অব সেল এর মাধ্যমে করবেন সেগুলোতে স্টোর আইকন টি দেখা যাবে । এভাবে বুঝতে পারবেন কোন গুলো আপনার অনলাইন অর্ডার এবং কোনটি পয়েন্ট অব সেল।
বিঃদ্রঃ বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমে অর্ডার করলে সেই অর্ডারটি সবসময় on hold স্টাটাস এ থাকবে ।
অর্ডার বিস্তারিতঃ
অর্ডার বিস্তারিত দেখতে বা পরিবর্তন করতে অর্ডারটিতে ক্লিক করুন অথবা অর্ডার বিস্তারিত দেখার জন্য পাশে চোখের মত আইকন এ ক্লিক করে Preview দেখা যাবে এবং অর্ডার স্টাটাস পরিবর্তন করা যাবে ।

অর্ডার প্রিভিউ (Preview): এখানে বিস্তারিত যেমন কি কি পণ্য কয়টি চেক করার পর অর্ডার এর স্টাটাস পরিবর্তন করে দিতে পারবেন এবং অর্ডারটির তথ্য পরিবর্তন করতে চাইলে Edit বাটনে ক্লিক করে ভিতরে যেতে পারবেন ।

অর্ডার ইডিট (Edit)
অর্ডার নম্বর এর উপর ক্লিক করুন

অর্ডার এর সকল তথ্য পরিবর্তন এবং নতুন পণ্য যুক্ত করতে পারবেন

অর্ডার ডিলিটঃ
অর্ডার ডিলিট করতে তালিকার যে অর্ডারটি ডিলিট করতে চান প্রথমে টিক মার্ক এর ঘরে টিক দিতে হবে । এরপর উপরে অথবা নিচে Bulk Action থেকে Move to Trash নির্বাচন করে পাশের Apply বাটনে ক্লিক করতে হবে ।
