আদর্শ ইকমার্স ওয়েবসাইট কি? কি কি থাকে

আদর্শ ইকমার্স ওয়েবসাইট হচ্ছে , এমন একটি গুনসম্পূর্ণ ইকমার্স ওয়েবসাইট। যেখানে অনলাইন ব্যবসার জন্য প্রয়োজনীয় সবকিছু বিদ্যমান থাকে । তবে ব্যবসার ধরন অনুসারে আরো কিছু সুবিধা যুক্ত থাকতে পারে । কিন্তু মৌলিক বিষয়গুলো অবশ্যই থাকতে হবে । অনলাইন ব্যবসায়ীদের অবশ্যই এই বিষয়গুলো জানতে হবে।

একটি আদর্শ ইকমার্স ওয়েবসাইট এর মৌলিক বিষয়াবলীঃ

ইকমার্স অথবা যে কোন ধরনে ওয়েবসাইট , যে কোন ধরনে অ্যাপলিকেশ যাই বলিনা কেন । প্রতিটিতে দুটি বিষয় থাকে বা দুটি দিক আছে , একটি হচ্ছে অ্যাডমিন ইন্টারফেস (Backend), ইউজার ইন্টারফেস (Frontend)

আর হ্যা অবশ্যিই ই-কমার্স ওয়েবসাইটটি এস ই ও ফ্রেন্ডলী(SEO), রেসপন্সসিভ(Responsive Design) এবং ইজার ফ্রেন্ডলী (User Friendly) হতে হবে।

আদর্শ ইকমার্স ওয়েবসাইট এর অ্যাডমিন ইন্টারফেস (Backend)

  • সিম্পিল প্রোডাক্ট যুক্তকরুন সুবিধা
  • ভেরিয়েবল প্রোডাক্ট যুক্তকরন সুবিধা
  • স্টোক ম্যানেজমেন্ট সুবিধা
  • পাইকারী ও খুচরা বিক্রয় সুবিধা
  • অর্ডার তালিকা দেখার সুবিধা
  • অর্ডার স্টাটাস পরিবর্তন সুবিধা
  • অর্ডার আপডেট/পরিবর্তন করা সুবিধা
  • মেনুয়াল অর্ডার গ্রহণ সুবিধা
  • অর্ডার স্লিপ প্রিন্ট ‍সুবিধা
  • অর্ডার পেমেন্ট ভেরিফিকেশন সুবিধা
  • অর্ডার নোটিশ সুবিধা (ইমেইল , মেসেজ )
  • অর্ডার অটো-বাতিল সুবিধা (ব্যাংক পেমেন্ট নিদৃষ্ঠ দিনের ভিতরে না করলে অর্ডাটি অটো বতিল হয়ে যাবে)
  • কুপন তৈরি সুবিধা (কুপন গ্রাহককে কেনা-কাটায় আগ্রহী করে তোলে এবং বিক্রয় বাড়িয়ে দেয়)
  • বান্ডিল অফার তৈরি সুবিধা ( বান্ডিল অফার তৈরি করে গ্রাহদেরকে সুবিধা প্রদান করা যায়)
  • পয়েন্ট অব সেল (POS) সুবিধা ( এই সুবিধার কারনে স্টোক হিসাব দুই ভাবে করতে হবে না) শোরুম থেকে সরাসরি বিক্রয় করতে পারবে এবং সকল বিক্রয় সম্পর্কে ইমেইল অথবা মেসেজ এর মাধ্যমে জানতে পারবেন। আলাদাভাবে পয়েন্ট অব সেল সফটওয়ার নিতে হবে না।
  • ইউজার রেজিট্রেশন সুবিধা
  • ইউজার রোল সুবিধা (খুচরা কাস্টমার, পাইকারী কাস্টমার, অ্যাডমিন, ম্যানেজার, ইডিটর)
  • ম্যানুয়াল পেমেন্ট মেথড সুবিধা
  • অটো ব্যাংকিং মেথড যুক্ত করন সুবিধা ( যেন নিজের প্রয়োজন মত সময়ে ব্যাংকিং মেথড যুক্ত করতে পারেন) যেমনঃ সূর্য পে, এস এস এল কমার্জ ইত্যাদি
  • আন্তজার্তিক পেমেন্ট মেথড যুক্ত করন সুবিধা
  • সিপিং ম্যানেজমেন্ট সুবিধা ( যেমন ধরুন ঢাকার ভিতরে ডেলিভারী চার্জ ৬০ টাকা এবং সারা দেশে ১০০ টাকা এগুলো যেন অটোমেটিক অর্ডার করার সময় যুক্ত হয়। এবং প্রয়োজনে পরিবর্তন করতে পারবেন)
  • সিপিং ক্লাস তৈরি সুবিধা

আদর্শ ইকমার্স ওয়েবসাইট এর ইউজার ইন্টারফেস (Frontend)

  • সহজ,সুন্দর, দৃষ্ঠিনন্দন ও মনোমুদ্ধোকর একটি হোমপেজ ডিজাইন।
  • সার্চ বক্সঃ সার্চ বক্স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারন একটি ইকমার্স ওয়েবসাই এ অনেক প্রোডাক্ট থাকে। নতুন নতুন প্রোডাক্ট থাকবে । সব প্রোডাক্ট এক পেজে দেখানো সম্ভব না । আবার অপ্রয়োজনীয় প্রোডাক্ট দেখে ক্রেতাগণ সময় নষ্ঠ করবেন না । ক্রেতগণ যেন, সহজে এবং কম সময়ে তাদের পছন্দের প্রোডাক্ট খুজেপান। সে সুবিধা একটি ইকমার্স ওয়েব সাইট এ থাকতে হবে । আর এর একটি মাত্র সমাধান, তা হচ্ছে একটি আদর্শ সার্চ বক্স ।
  • ক্যাটাগরি অনুযায়ী প্রোডাক্ট দেখার সুবিধা । অনেক বেশি ক্যাটাগরি হলে অবশ্যই মূল ক্যাটেগরিগুলো দেখা যাবে।
  • প্রোডাক্ট ভিউ সুবিধাঃ ক্রেতাগন প্রোডাক্ট এর ছবি জুল করে দেখতে পারবেন।
  • পছন্দের তালিকা তৈরির সুবিধাঃ ক্রেতাগণ যেন, তাদের পছন্দের তালিকা তৈরি করতে পারে ।
  • বাজার তালিকা তৈরি সুবিধাঃ ক্রেতাগণ প্রথমে একটি বাজার তালিকা তৈরি করবেন । এবং পরে তা অর্ডার প্লেস করবেন । প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট বাতিল করতে পারবেন।
  • বাজার তালিকার সর্বমোট মূল্য দেখার সুবিধাঃ একজন গ্রাহক যখন কেনা-কাটা করবেন । তখন সে যেন সবসময় দেখতে পারেন, যে, কতটাকার বাজার তিনি এ পযন্ত করেছেন।
  • ক্রেতা রেজিট্রেশন সুবধিা (এটি অনলাইন ব্যবসার গুরুত্বপূর্খুণ বিষয়)
  • খুচরা ও পাইকারী মূল্যে কেনা-কাটা করার সুবিধাঃ খুচরা ক্রেতাগন খুচরা মূল্যে কিনতে পারবে । পাইকারী ক্রেতাগণ পাইকারী দরে কিনতে পারবে।
  • সহজ অর্ডার প্লেস সুবিধাঃ অর্ডার প্লেস ফর্মটি যেন খুব সহজ হয় । যাদের ইমেইল নেই তারা যেন, ইমেইল ছাড়াই অর্ডার করতে পারেন। শুধুু মাত্র পণ্যটি সঠিকভাবে পৌছাতে যে তথ্যগুলো প্রয়োজন, সেগুলো নিতে হবে ।
  • পেমেন্ট মেথডঃ ক্রেতাগন অর্ডার করার সময় তাদের পেমেন্ট মাধ্যম নির্বাচন করতে পারবে।
  • অর্ডার ট্রাকিং সুবিধাঃ ক্রেতাগণ তাদের আর্ডার এর অবস্থা সম্পর্কে জানতে পারবে।
  • ম্যানুয়াল পেমেন্ট সুবিধা
  • স্টিকি হেডার সুবিধাঃ ক্রেতাগণ কেনা-কাটা করার সময় প্রোডাক্ট খুজতে খুজতেঅনেক নিচে নামলেও সহজে অন্য ক্যাটাগরিতে যেতে পারবে। স্টিকি হেডার থাকার কারনে ক্রেতাগন সবসময় সার্চ বক্স ব্যবহার করতে পারবেন।
  • ফুটার সুবিধাঃ ফুটারে আপনার ব্যবসার প্রয়োজনীয় সকল তথ্য দেখতে পারে।

উপরোক্ত গুণাবলী একটি ই-কমার্স ওয়েবসাইট এ থাকলে, তাকে আদর্শ ই-কমার্স ওয়েবসাইট বলা যাবে। ব্যবসারধরনে অনুসারে অরো অনেক কিছু যুক্ত হতে পারে। তা ব্যবসার ধরনের উপর নির্ভর করবে।

অনলাইন ব্যবসার জন্য এই বিষয়গুলো খুবিই গুরুত্বপূর্ণ । এই সুবিধাগুলো অবশ্যই একটি ই-কমার্স ওয়েবসাইট এ থাকতে হবে । তবেই সেই ই-কমার্স ওয়েবসাইট টি দিয়ে অনলাইন ব্যবসা সুন্দর ভাবে করতে পারবেন এবং সফলভাবে অনলাইন ব্যবসা করতে পারবেন।

আপনাদের কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে পারেন । আপনাদের প্রশ্ন এবং মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ।

Leave a Reply