ই-কমার্স প্রোডাক্ট ক্যাটেগরী ম্যানেজমেন্ট ( eCommerce Product category)

ই-কমার্স প্রোডাক্ট ক্যাটেগরী ম্যানেজমেন্ট (eCommerce Product Category Management): নতুন ক্যাটেকরি তৈরি, ইডিট, ডিলিট, কুয়িক ইডিট এবং ক্যাটেগরি অর্ডাররিং ইত্যাদি বিস্তারিত ।

নতুন ক্যাটেগরি যুক্ত করবেন কিভাবে? ( Add New Category)

ড্যাসবোর্ড থেকে Product মাউস ধরুন তার পর ক্যাটেগরি (Categories) ক্লিক করুন

Dashboard > Product > Categories >

নিচের ছাবির মত দেখতে পাবেন ।

নাম (Name): ক্যাটেগরি নাম লিখুন। বাংলা, ইংরেজি সব ভাষাতেই লিখা যায় ।

স্লাগ (Slug) : স্লাগ হচ্ছে ক্যাটেগরি লিংক ।অটোমেটিক এবং লিখে দেওয়া যায় । শুধু ইংরিজি অক্ষর সাপোর্ট করে ।

প্যারেন্ট ক্যাটেগরি(Parent Category): ক্যাটেগরির ভিতরে সাব ক্যাটেগরি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় । যে ক্যাটেগরির ভিতর সাব ক্যাটেগরি তৈরি করবেন সেই মূল ক্যাটেগরি টি নির্বাচন করে দিতে হবে । অন্যাথায় নন (None)থাকবে ।

ডিসক্রিপশন (Description): এখানে ক্যাটেগরি সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন । ব্যবহার না করতেও পারেন ।

ডিসপ্লে টাইপ (Display Type): যে ক্যাটেগরি টি তৈরি করছেন সেটি কি মূল ক্যাটেগরি , নাকি সাব ক্যাটেগরি তা নির্ধারন করে দেওয় যাবে । ডিফল্ট(Default) রাখতে পারবেন।

থামনেইল (Thumbnail): ক্যাটেগরির ছরি ব্যবহার করতে এখানে প্রথমে আপলোড ইমেজ(Upload Image) এ ক্লিক করুন তারপর ইমেজি টি নির্বাচন করুন অথবা আপলোড করতে পারবেন ।

সবশেষে এ্যাড নিউ ক্যাটেগরি(Add New Category) তে ক্লিক করলে ডান পাশে থাকা ক্যাটেগরি তালিকায় যুক্ত হবে ।


ক্যাটেগরি আপডেট, ইডিট, ডিলিট বিস্তারিত

ই-কমার্স প্রোডাক্ট ক্যাটেগরী ম্যানেজমেন্ট

ক্যাটটেগরি অপডেট , পরিবর্তন করতে ডান পাশে থাকা লিস্ট এর উপরের মাউস ধরুন নিচের ছবির মত অপশন দেখাবে

ইডিট (Edit): ক্যাটেগরির তথ্য পরিবর্তন করতে Edit এ ক্লিক করুন । ইডিট উইনডো আসবে, সেখানে নতুন ক্যাটেগরি তৈরির মত সকল তথ্য পরিবর্তন করতে পারবেন । এর পর আপডেট বাটনে ক্লিক করুন ।তথ্য গুলো সঠিক থাকলে সাকসেসফুল মেসেজ দেখাবে । ক্যাটেগরি তলিকায় ফিরতে Go to Categories ক্লিক করুন ।

কুয়িক ইডিট (QUICK EDIT): ক্যাটেগরি নাম এবং স্লাগ পরিবর্তন করা যাবে দ্রুত । নাম অথবা স্লাগ পরিবর্তন করে Update Category তে ক্লিক করুন ।

ভিউ (View): ভিউ তে ক্লিক করে ক্যাটেগরির প্রোডাক্ট দেখতে পারবেন এবং লিংক কপি করতে পারবেন ।

মেক ডিফল্ট(Make Default): যে কোন ক্যাটেগরিকে ডিফল্ট করার জন্য Make Defaul ক্লিক করুন । যে ক্যাটেগরিটি ডিফল্ট করা থাকবে সেটি কখনো ডিলিট করতে পারবেন না । এবং অন্য ক্যাটেগরি গুলো যখন ডিলিট করবেন তখন ঐ ক্যাটেগরির সকল প্রোডাক্ট ডিফল্ট ক্যাটেগরিতে চলে আসবে । আবার যদি কোন সময় প্রোডাক্ট আপলোড এর সময় ক্যাটেগরি নির্বাচন না করা হয় তখনো , প্রোডাক্টটি ডিফল্ট ক্যাটেগরিতে যুক্ত হবে ।


ক্যাটেগরি ডিলিট (eCommerce Product Delete)

ই-কমার্স প্রোডাক্ট ক্যাটেগরী ম্যানেজমেন্ট

ক্যাটেগরিগুলো দুই ভাবে ডিলিট করা যায় । একটি ক্যাটেগরি ডিলিট করতে মাউস ক্যাটেগরির উপরে ধরুন এবং Delete এ ক্লিক করুন ।

এছাড়ার যে ক্যাটেগরি গুলো ডিলিট করতে চান সেগুলোর বামপাশে থাকা চেক বক্স এ টিক চিহ্ন দিন এবং উপরে বাল্ক একশন (Bulk Action) থেকে Delete নির্বান করুন এর পর APPLY -তে ক্লিক করুন।

বিঃদ্রঃ ক্যাটেগরি ডিলিট করলে পারমানেন্টে ভাবে ডিলিট হয় । একে আর পোস্ট অথবা পেজ এর মত ফিরিয়ে আনা বা রিস্টোর করা যায় না ।

ই-কমার্স প্রোডাক্ট ক্যাটেগরী ম্যানেজমেন্ট ইংরেজিতে জানতে ঘুরে আসুন

Managing Product Categories, Tags and Attributes

রিলেটেড ই-কমার্স টিউটোরিয়ালঃ

প্রেডাক্ট ম্যানেজমেন্ট


ব্যবসা জন্য নিন আমাদের রেডি-মেড ইকমার্স । আপডেট এবং সিকিউরিটি, নতুন ফাংশন যুক্ত করার ঝামেলা থেকে মুক্ত থাকুন।

সকল রেডি ডিজািইনগুলো দেখুন

গিফ্ট শপ রেডি ইকমার্স

লাইটিং স্টোর রেডি ই-কমার্স

Leave a Reply