ই-কমার্স ওয়েবসাইট কি ? অনলাইন দোকান কি?

ই-কমার্স ওয়েবসাইট কি ? এক কথায়- একটি অনলাইন দোকান বা শো-রুম ।

যেকোন পণ্য বিক্রি করতে যেমন দোকান বা শোরুম প্রয়োজন হয়, তেমনি ইকমার্স ‍ওয়েবসাইট হচ্ছে একটি দোকান । অনলাইনে কোন কিছু বিক্রয় করতে হলে , ইকমার্স ওয়েবসাইট বা অনলাইন দোকান লাগবে । এই ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে আপনার অনলাইন দোকান । যেখানে আপনি আপনার পণ্য সমগ্রী সাজানো-গোছালো ভাবে রাখবেন। যেখান থেকে মানুষ তাদের প্রয়োজনীয় পণ্য দ্রব্য পছন্দ করে অর্ডার করতে পারবে । এবং আপনি তা মোবাইল এ মেসেজ / ইমেইল এর মাধ্যমে জানতে পারবেন । আপনার ই-কমার্স ওয়েসাইট এর মাধ্যমে ব্যবসার সকল কায্যক্রম পরিবচালনা করতে পারবেন।

ইকমার্স (eCommerce) সফটওয়ার হওয়ার কারনে, কোন রকম ঝামেলা ছাড়াই সুন্দরভাবে অনলাইন ব্যবসা করা যায়। নতুন প্রজম্নের কাছে ইকমার্স বা অনলাইন ব্যবসা খুবেই জনপ্রিয়। তরুন উদ্যোগক্তাগণ নতুন নতুন পণ্য নিয়ে অনলাইন ব্যবসা শুরু করছেন এবং এগিয়ে যাচ্ছেন।

জেনে নিন একটি ই-কমার্স ওয়েবসাইটে কি কি সুবিধা / অপশন থাকে। বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন। ই-কমার্স ওয়েবসাইট কি কাজে ব্যবহার করা হয় ?

ই-কমার্স ওয়েবসাইট এর জন্য যা যা প্রয়োজন

  • একটি ডোমেইন
  • সিকিউর ফাস্ট হোস্টিং

বর্তমানে এগুলো সবকিছু একখানে পাওয়া যায়। আমাদের কাছে নিতে পারেন।

বিস্তারিত জানতে উপরে বাটনে ক্লিক করুন

Leave a Reply