ডিজিটাল মার্কেটিং (digital marketing) : তথ্য প্রযুক্তির যুগে, প্রযুক্তি ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাই হচেছ ডিজিটাল মার্কেটিং । এই মার্কেটিং পদ্ধীত বর্তমান সময়ে খুবেই গুরুত্বপূর্ণ সকল ব্যবসার জন্য এবং এর মাধ্যমে খুব সহজেই, কম সময়ে এবং অল্প ব্যায়ে ব্যবসার প্রসার ঘটানো যায় । ব্যবসায় বিক্রয় বাড়ানো যায় । ব্যবসার গ্রাহক বাড়ানো যায় এবং খুব সহজেই ক্রেতার কাছে পণ্য পরিচিত করা যায় ।
ফিজিক্যাল মার্কেটিং এর মাধ্যমে এত দ্রুত প্রসার ঘটানো খুবেই কষ্ঠ সাধ্য, সময় সাপেক্ষ, অনেক লোকবলের প্রয়োজন হয় এবং ব্যযবহুল ।
ডিজিটাল মার্কেটিং অনেকভাবেই হয়ে থাকে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমন
- সার্চ ইন্জিন অপটিমাইজেশন (SEO)
- অনলাইন পেইড অ্যাড
- ইমেইল মার্কেটিং
- মোবাইল মেসেজিং
- টিভি অ্যাড
- রেডিও অ্যাড
- সোশাল মিডিয়া মার্কেটিং

সবচেয়ে জনপ্রিয় এবং অল্প টাকায় করা যায় এবং অনলাইনে ব্যবসার জন্য খুবেই গুরুত্বপূর্ণ এমন ডিজিটাল মার্কেটিং (digital marketing) এর মধ্যে অন্যতম হচ্ছে – সার্চ ইন্জিন অপটিমাইজেশন, অনলাইন পেইড অ্যাড, ইমেইল মার্কেটিং, সোশাল মিডিয়া মার্কেটিং, মোবাইল মেসেজিং। মোবাইল মেসেজিং এখন একটি বিরক্তির কারন হওয়ায় এটি অনেকভাবে মানুষ বন্ধ করে রাখে। তাছাড়া বিটিসএল হতে এটি বন্ধ রাখার ব্যবস্থা রয়েছে ।
বর্তমান সময়ে তথ্য প্রযুুক্তর যুগে টিকে থাকতে যে মার্কেটিং আমাদের প্রতিটি ব্যবসার জন্য খুবেই প্রয়োজন তা হচ্ছে – সার্চ ইন্জিন অপটিমাইজেশন, সোশাল মিডিয়া মার্কেটিং। সার্চ ইন্জিন অপটিমাইজেশন উপায়ে মার্কেটিং করলে অনলাইন ব্যবসায় সারা জীবন সুফল ভোগ করা যায় । সার্চ ইন্জিন অপটিমাইজেশন পদ্ধতি যুগের সাথে সাথে আপডেট হয় এবং সেই অনুসারে কাজ করলে সবসময় কার্যকর ফল পাওয়া যায় ।
ডিজিটাল মার্কেটিং এজেন্সি – অভয় ইকমার্স সলুশন