ডোমেন (Domain) কিঃ- কথাটি খুব সাধারনভাষায় হচ্ছে, অনলাইন ঠিকানা । যে ঠিকানায় অনলাইনে আপনার গ্রাহকগণ আপনাদের সেবা নিতে পারবেন। যেমন আমাদের অনলাইন ঠিকানা (www.avoybd.com)। আর একটু সুন্দর ভাবে বলা যায়, যেমন ধরুন আপনার বর্তমান ব্যবসা প্রতিষ্ঠানের একটি ঠিকানা আছে । যেমন আমাদের – তুলশীপুর, মিঠাপুকুরন, রংপুর-৫৪৬০। এটি আমাদের অফলাই ঠিকানা। এই ঠিকানায় এসেও গ্রাহকগণ আমাদের সেবা নিতে পারবেন এবং অনলাইন ঠিকানা www.avoybd.com থেকে সেবা নিতে পারবেন ।
ডোমেন নাম গোটা ইন্টারনেট জগতে একটি মাত্র থাক। তবে একাধিক এক্সটেনশন (Extension) থাকে। যেমন .com, .net, .org, .edu, .com.bd ইত্যাদি। ডট (.) এর পরের অংশকে এক্সটেনশন বলে । এক্সটেনশন আপনার পছন্দ মত নিতে পারবেন। তবে এক্সটেনশন পছন্দের কিছু ব্যপার আছে।
যেমনঃ .com সকল ক্ষেত্রে প্রযোজ্য এবং সবচেয়ে জনপ্রিয়। .org শুধু মাত্র অলাভজনক (Non-profit Organization) প্রতিষ্ঠানের জন্য। ব্যবসার ধরন অনুযায়ী এক্সটেনশন পছন্দ করতে হয় ।
কিভাবে কিনবেন ?
অনলাইন জগতে অনেক ডোমেন বিক্রেতা আছে। বাংলাদেশ থেকে কিনতে হলে মাস্টার কার্ড প্রয়োজন হয় । কারন তারা ডলারে বিক্রয় করে । এছাড়াও বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছ থেকে বাংলাদেশী ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে ক্রয় করতে পারবেন ।
যেমন আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে ।
ক্রয়ের সময় কি কি বিষয় জানতে হয় ?
১. যে প্রতিষ্ঠানের কাছ থেকে ডোমেন নিচ্ছেন তারা কতটা বিশ্বাসযোগ্য। কারন আপনার ডোমেনটি আপনার অনলাইন পরিচিতি। যতদিন আপনার ব্যবসা প্রতিষ্ঠান ততদিন আপনার ডোমেন নাম টি থাকতেই হবে ।
২. ডোমেন রিনিউ করার কিছু বিষয় আছে। প্রতি বছর রি-নিউ করতে হয়ে বা এক সঙ্গে একাধিক বছরের জন্য ক্রয় করতে পারবেন। যেহেতু প্রতি বছর বা একটি নিদৃষ্ঠ সময় পর পর রিনিউ করতে হয়।
সেহেতু আপনি সহজে যে ব্যাংকিং পদ্ধতিতে রি-নিউ করতে পারবেন সেই মাধ্যমে ক্রয় করবেন।
কারন যখন রি-নিউ করার সময় আসবে তখন কোন কারনে একটু দেরি হলে আপনার ওয়েব সাইটটি বন্ধ হয়ে যাবে।
যা আপনার ব্যবসার জন্য জন্য খুবেই খারাপ ।
৩. ডোমেন নাম অবশ্যই ব্যবসার সঙ্গে সঙ্গতি পূর্ন হতে হবে। অথবা SEO Friendly হতে হবে ।
৪. User Friendly হতে হবে । ডোমেন নাম সংক্ষিপ্ত করার চেষ্ঠা করবেন যাতে ব্যবহার কারীগণ সহজে মনে রাখতে পারে ।
৫. ডোমেন এর দাম সবার কাছ এক নাও হতে পারে । কেউ ১০০০/- টাকায় আবার কেউ ১২০০/- টাকা এবং ১৫০/- ইত্যাদি । তবে সাধারনত ১০০০/- টাকা । কেনার সময় একটু খেয়াল রাখবেন এখণ যে দামে কিনছে সেই দাম কি সবসময় থাকবে নাকি , বর্তমান আফার চলছে । অফার এর দাম পরের বছর থেকে আসল দাম এ রি-নিউ করতে হবে ।
ডোমেন ক্রয় এর সঙ্গে কি কি থাকে ?
১. ডোমেন কন্ট্রোল প্যানেল । যেখান থেকে আপনি আপনার ডোমেন কে নিয়ত্রন করতে পারবেন । যেমন সার্ভার পরিবর্তন, ডোমেন রি-নিউ ইত্যাদি ।
২. বর্তমানের ডোমেনের সঙ্গে SSL বিষয়টি যুক্ত করা হয়েছে । এটি কোন কোন ডোমেন বিক্রেতা ১ বছরের জন্য ফ্রি দিয়ে থাকেন । আবার কেউ কেউ বছরে একটা টাকা নির্ধারন করে বিক্রয় করেন । ডোমেন এর SSL বিষয়টি কি?