প্রোডাক্ট ম্যানেজমেন্ট (ডিলিট ও আপডেট)

পোডাক্ট ম্যানেজমেন্ট এর জন্য প্রথমে ড্যাসবোর্ড য়েতে হবে ।

প্রথমে লগ ইন করে নিচের ছবির ন্যায় সবার উপরের থাকা অ্যাডমিন বার এ আপনার প্রতিষ্ঠানের নাম এ ক্লিক করে ড্যাসবোর্ড যাবেন।

প্রোডাক্ট Delete, Edit, Quick Edit

ড্যাসবোর্ড এ পোডাক্ট মেনু থেকে All Products এক ক্লিক করুন

  1. প্রোডাক্ট তলিকার উপর মাউস ধরলে নিচের ছবির মত অপশন আসবে । প্রোডাক্টটি ডিলিট করতে Trash ক্লিক করুন’
  2. প্রোডাক্ট এর তথ্য আপডেট করতে Edit ক্লিক করুন । ইডিট দুই ধরনের Edit এবং Quick Edit. প্রোডাক্ট এর সকল তথ্য পরিবর্তন করতে Edit । মূল সংক্ষিপ্ত তথ্য পরিবর্তন এর জন্য Quick Edit

Leave a Reply