রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন কি (Responsive)

রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এমন একধরনের ডিজাইন যা সকল ধরনের ডিভাস এ সুন্দর ভাবে দেখা যায়। একটি রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইট মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবে সুন্দর ভাবে দেখা যায়। একই ওয়েবসাইট এ তিন ধরনের লে-আউট থাকে । ডেস্কটপ থেকে দেখলে একরকম দেখা যায় । আবার মেবাইল থেকে দেখলে অন্য রকম দেখা যায়। ট্যাব থেকে দেখলে অন্যরকম দেখা যায় । এগুলো করা হয় কারন, ওয়েবসাইটটি যে কোন ডিভাইস থেকেই ভিজিট করা হোক না কেন তা সুন্দর ভারে সকল কিছু দেখা যাবে।

অনলাইন ব্যবসার জন্য ই-কামার্স ওয়েবসাইট টি অবশ্য রেস্পন্সিভ হতে হবে । রেস্পন্সিভ ওয়েসাইটকে সার্চ ইঞ্জিনগুলো তারাতারি ইন্ডেক্স করে । অর্থাৎ সার্চ ইঞ্জিন (Google, Yahoo, Bing) তার সার্চ লিস্টে দেখায় । সার্চ লিস্টে দেখানো মানে ভিজিটর রেড়ে যাওয়া। ভিজিটর রেড়ে যাওয়া মানেই বিক্রয় রেড়ে যাওয়া ।

রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইটগুলো ডিভাইস এর ‍স্ক্রিন সাইজ অনুযায়ী রেনডার করে । এজন্য ই-কমার্স ওয়েবসাইট প্রোডাক্ট বা কনটেন্ট স্পষ্ঠ ভাবে দেখা যায়। রেস্পন্সিভ ডিজাইনগুলোকে এস ই ও (SEO) ফ্রেন্ডলী ডিজাইন বলে।

কিভাবে চেক করবেন আপনার ওয়েবসাইট টি রেস্পন্সিভ কি না?

নিচের লিংকে ক্লিক করুন এবং আপনার ওয়েবসাইট এর লিংক দিন । দেখনু আপনার ওয়েবসাইট টি কেমন দেখায়

এছাড়াও আপনারা আপনার ওয়েবসাইট টি, আপনাদের মোবাইল, ডেস্কটপ বা ট্যাব থেকে ভিজিট করে দেখতে পারেন।

অনলাইন ব্যবসার জন্য রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন সবচেয়ে গুরুত্বপূর্ণ ।

রেস্পন্সিভ ই-কমার্স ওয়েবসাইট কোথায় পাবেন ?

অভয় রেডিমেড ই-কমার্স ওয়েবসাইট । একঘন্টায় শুরু করতে পারবেন আপনার অনলাইন ব্যবসা। বিস্তারিত জানতে নিচের বাটনে ক্লিক করুন

Leave a Reply