Gift shop ব্যবসায় বিক্রয় বাড়াবেন কিভাবে?

Gift shop ব্যবসায় বিক্রয় বাড়াবেন কিভাবে? Gift shop ব্যবসা একটি জনপ্রিয়, সৃজনশীল, রুচীশীল মানুষের ব্যবসা । Gift ব্যবসা বর্তমান সময়ে এসে আরো অনেক বেশি জনপ্রিয় হয়েছে । ব্যবসায় এসেছে আধুনিকতা। সবাই জানেন প্রচীন কাল থেকেই উপহাররে গুরুত্ব ছিল, আছে এবং পৃথিবী যতদিন ততদিন থাকবে । কারন

মানুষের মন যতদিন থাকবে, উপহার দেয়া নেওয়া ততদিন থাকবে ।

অভয়

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে বাজার হয়েছে অনলাইন ভিত্তিক । মানুষ এখন অনলাইনের মাধ্যমে ঘরে বসে সব কিছু পেতে চায় । আর এই ঘরে বসে চাওয়াটাই Gift shop ব্যবসার মুল লাভবান দিক । তাছাড়া মানুষ দোকানে গেলেও অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে তার পছন্দের উপহার ক্রয় করে । ঠিক সেই কাজটি যদি মানুষ ঘরে বা অফিসে বসে বসে মোবাইল, ল্যাপটপ থেকে করতে পারে তাহলে তাই চাইবে । তহলে প্রথম কথা হচ্ছে Gift ব্যবসায় বিক্রয় বাড়াতে চাইলে আপনার বর্তমান অফলাইন ব্যবসায় অনলাইন সুবিধা যুক্ত করতে হবে । আগে এটি সময় সাপেক্ষ এবং জটিল ছিল বর্তমানে মাত্র এক ঘন্টায়, খুব কম খরচে মাত্র ২৫০./- মাসিক পরিশোধ পদ্ধতিতে করতে পারবেন ।

আরো ভালভাবে বুঝা যাবে যদি আমরা একটু দেখি যে অনলাইন ব্যবসার সুবিধা গুলো কি কি?

Gift shop ব্যবসায় বিক্রয় বাড়াবেন

অনলাইন ব্যবসার সুবিধাঃ

  • সারা দেশে বিক্রয়য়ে সুযোগ
  • দিন রাত ২৪ ঘন্টা বিক্রয়ের সুযোগ
  • দোকান বন্ধ থাকলেও অর্ডার গ্রহণ সুবিধা
  • অফলাইন এবং অনলাইন দুই ভাবে বিক্রয় সুবিধা
  • গ্রাহক সময় নিয়ে, তার পছন্দ মত উপহার পছন্দ করতে পারবে
  • মোবাইল, ল্যাপটপ থেকে ব্যবসা পরিচালনা করা য়া
  • সবসময়, সবখান থেকে ব্যবসা পরিচালনা করা যায়
  • লভ্যাংশ হিসাব খাতায় হিসাব করতে হবে না
  • বিক্রয় হিসাব / স্টোক হিসাব রাখার ঝামেলা নেই
  • পয়েন্ট অফ সেল ‍সুবিধা / আলাদা সফটওয়ার লাগবে না
  • অতিরিক্ত সেল ম্যানের প্রয়োজন নেই
  • নতুন করে টাকা / মুলধনের প্রয়োজন হয় না
  • নতুন কোন জায়গা বা ওয়ার হাউস/ দোকান ঘর এর প্রয়োজন নেই
  • গ্রাহকের সঙ্গে দর-দাম নিয়ে ঝামেলা নেই
  • গ্রাহকে একটি একটি করে দেখানোর ঝামেলা নেই

অনলাইন এর মাধ্যমে ব্যবসায় বিক্রয় বাড়াতে চাইলে অবশ্যই আরো কিছু মজার ছোট ছোট বিষয় জানতে হবে । যেমনঃ

  • অনলাইনে Gift Shop ব্যবসা করতে কি কি প্রয়োজন?
  • অর্ডার ডেলিভারি কিভাবে করতে হয়
  • অনলাইন ব্যবসায় টাকা গ্রহণ ও প্রদান কিভাবে করে

অনলাইনে ব্যবসা করতে চাইলে প্রথমে যে বিষয়টি প্রয়োজন তা হচ্ছে একটি আদর্শ ই-কমার্স ওয়েব সাইট (Gift shop eCommerce website )(আদর্শ eCommerce Website কি?) এরপর মোবাইল বাংকিং যেমনঃ নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশ ইত্যাদি ।

আদর্শ ই-কমার্স ওয়েব সাইট এর বৈশিষ্ঠ কি কি?

  • SEO Friendly হতে হবে
  • Responsive ডিজাইন হতে হবে*
  • User Friendly হতে হবে।
  • CMS (Content Management System) সুবিধা থাকতে হবে
  • প্রডাক্ট ম্যানেজমেন্ট সুবিধা
  • অর্ডার ম্যানেজমেন্ট সুবিধা
  • পেমেন্ট মেথড (বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড ইত্যাদি)
  • স্টোক ইনভেন্টরী ম্যানেজমেন্ট সুবিধা
  • Profit reports and Inventory Reports
  • POS (Point of Sale) সুবিধা
  • অফার / কুপন ম্যানেজমেন্ট সুবিধা
  • Wish-list & Cart
  • Product Compare সুবিধা
  • গ্রাহক নিবন্ধন এবং ম্যানেজমেন্ট সুবিধা
  • User Management সুবিধা
  • OTP সুবিধা

অর্ডার ডেলিভারী কিভাবে করবেন?

অর্ডার ডেলিভারী করার জন্য কয়েকটি মানসম্মত, বিশ্বাসযোগ্য অনলাইন কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে পরিচিত হবেন । এর মধ্যে যে প্রতিষ্ঠানের সেবার মান ভাল লাগবে তার মাধ্যমে উপহার ডেলিভারি করবেন । এই কুরিয়ার প্রতিষ্ঠানগুলো, আপনার কাছ থেকে উপহারটি নিয়ে, আপনার গ্রাহকের কাছে পাঠাবে তার দায়িত্বে । অবশ্যই একটি বিষয় মনে রাখবেন । গ্রাহককে সময়মত এবং গুনগত মান পন্য পৌছানো আপনার ব্যবসার ভবিষ্যৎ নির্ভর করবে । অনলাইন ব্যবসার প্রধান ও মূল বিষয় –

সঠিক সময়ে, সঠিক পণ্য গ্রাহকে নিশ্চিত করা

অভয়

কুরিয়ার সার্ভিস ফি সাধারনত ঢাকা সিটির ভিতরে ৬০ টাকা এবং বাহিরে ৮০ টকা করে নিতে পারে । বিস্তারিত কথা বলে নিবেন ।

অনলাইন ব্যবসায় টাকা গ্রহণ ও প্রদান পদ্ধতি

অনলাইন ব্যবসায় টাকা গ্রহণ আপনার ব্যবসা পদ্ধতির উপর নির্ভরশীল । তবে কিছু নিয়ম আছে যে গুলো মানতে হয়। যেমন

  • ক্যাশ অন ডেলিভারিঃ অর্থাৎ ক্রেতাগণ আপনার উপহারটি হাতে পাবার পর টাকা প্রদান করবেন ডেলিভারী ম্যানের হাতে । তারপর কুরিয়ার প্রতিষ্ঠান আপনাকে প্রদান করবে ।
  • বাংক পেমেন্টঃ এর মাধ্যমে টাকা আপনার নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধমৈ টাকা গ্রহন করতে পারবেন

আরো কিছু পদ্ধতি আছে আমাদের দেশের মধ্যে ব্যবসা করতে সেগুলোর প্রয়োজন পরে না ।

Leave a Reply